আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের দিন ভোটারদের হত্যার হুমকি দিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। একই সঙ্গে গোষ্ঠীটি মুসলমানদের নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে।
জঙ্গি সংবাদ পর্যবেক্ষণ সংস্থা সাইট ইন্টিলিজেন্সের পরিচালক রিতা কাৎজের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ তথ্য জানিয়েছে।
রিতা কাৎজ জানিয়েছেন, আইএসের সংবাদমাধ্যম আল হায়াতে এক নিবন্ধে বলা হয়েছে, ‘ আইএস যোদ্ধারা আসবে তোমাদের হত্যা করতে এবং তোমাদের ভোটবাক্স গুড়িয়ে দিতে।’
‘দ্য মুরতাদ ভোট’শীর্ষক সাত পৃষ্ঠার ওই নিবন্ধে বলা হয়েছে, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে নীতি প্রণয়নে রিপাবলিকান ও ডেমোক্রেট দলের মধ্যে কোনো ফারাক নেই।
রিতা কাৎজ তার টুইটার অ্যাকাউন্টে নিবন্ধের কিছু অংশ তুলে ধরে বলেছেন, আইএস মার্কিন নির্বাচনের দিন হামলা চালিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবে এবং এর মাধ্যমে গণমাধ্যমে মনোযোগ আদায়ের চেষ্টা করবে।’
এদিকে এফবিআই জানিয়েছে, সন্ত্রাসবিরোধী ইউনিট ও নিরাপত্তা বাহিনী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো হামলা ঠেকাতে কঠোর নজরদারি চালাচ্ছে।