
যুক্তরাষ্ট্রে অস্থায়ী সুরক্ষা (টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস) পাওয়ার সুযোগ থাকা আফগানিস্তান ও ক্যামেরুনের হাজারো নাগরিক এখন সেই সুবিধা হারাতে যাচ্ছেন। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের তথ্য অনুযায়ী, তাদের আর যুক্তরাষ্ট্রে থাকার জন্য বিশেষ সুরক্ষা থাকবে না এবং বিতাড়নের শঙ্কায় পড়বেন তারা। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেন, ক্যামেরুন ও আফগানিস্তান বর্তমান পরিস্থিতি এমন নয় যে, ওই দেশগুলোর নাগরিকদের টিপিএস সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেয়া উচিত।
টিপিএস সাধারণত সেসব দেশের নাগরিকদের দেয়া হয়, যেসব দেশে সশস্ত্র সংঘাত, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে ফিরে যাওয়া নিরাপদ নয় বলে বিবেচিত হয়।
মূলত, এই সুরক্ষা ১৮ মাসের জন্য দেওয়া হয় এবং সংশ্লিষ্ট মন্ত্রী চাইলে তা নবায়ন করতে পারেন। টিপিএসের আওতায় থাকা ব্যক্তিরা যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার সুযোগ পান এবং তাদের জোরপূর্বক বহিষ্কার করা যায় না।
বর্তমানে ১৪ হাজার ৬০০ আফগান নাগরিক টিপিএস সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তারা আগামী মে মাসেই সেই সুরক্ষা হারাবেন। অন্যদিকে, ক্যামেরুনের প্রায় ৭ হাজার ৯০০ নাগরিক জুন মাসে এই সুরক্ষা হারাতে যাচ্ছেন।