মার্কিন সমরাস্ত্র এখন তালেবানের কব্জায়

কেবল যুক্তরাষ্ট্রই আফগানিস্তানে পরাজিত হয়নি, হেরে গেছে আফগান সুপ্রশিক্ষিত সেনাবাহিনীও। আফগান সেনারা পালিয়েছে সব রকম অস্ত্র-সরঞ্জাম ফেলে দিয়েই। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সেই সমরাস্ত্রই এখন তালেবানের হাতে। যার মধ্যে রয়েছে, ২ হাজারের মতো সাঁজোয়া যান, বহু হেলিকপ্টার, উড়োজাহাজ, মিলিটারি ড্রোন, আধুনিক বন্দুক, রকেট, নাইট-ভিশন গগলসের মতো বিশ্বসেরা সব অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম

এ নিয়ে গভীর উদ্বেগে জো বাইডেন প্রশাসন। কারণ, তালেবান এ অস্ত্রগুলো নিয়ে হয়েছে আগের চেয়ে আরও শক্তিশালী। এ অবস্থায় আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে টহল দিতে দেখা গেছে মার্কিন যুদ্ধবিমানগুলোকে।

যেসব অস্ত্র নিয়ে তালেবানের বিরুদ্ধে দুই দশক আগে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, পটপরিবর্তনে তার অনেকগুলোই এখন এই গোষ্ঠীটির হাতে। মার্কিন ও ন্যাটো সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের পনরুত্থান। এতে আফগান বাহিনী রীতিমতো আত্মসমর্পণ করে। এমন অবস্থায় পুরো নিয়ন্ত্রণই চলে যায় তালেবানের হাতে। সেই সঙ্গে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়, আফগান সেনাদের যুক্তরাষ্ট্রের সরবরাহ করা সব অস্ত্র-সরঞ্জামের ওপরও।