মার্চ মাসের বেতন ছাড় বেসরকারি শিক্ষকদের

সচিবালয় প্রতিবেদক : বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৮ সালের মার্চ মাসের এমপিওর (বেতন-ভাতার সরকারি অংশ) চেক সংশ্লিষ্ট ব্যাংকে পাঠানো হয়েছে।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক (এইচআরএম) মুহাম্মদ নাসির উদ্দিনের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ এপ্রিল পর্যন্ত স্ব স্ব ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার টাকা তুলতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।

বেতনের ৬টি চেক অনুদান বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।