মালয়েশিয়ায় শ্রমিক হোস্টেলে মারামারি, দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩

মালয়েশিয়ায় একটি কারখানার শ্রমিক হোস্টেলে মারামারির ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বিষয়টি সংবাদমাধ্যম ও প্রশাসনের নজরে এলে দুই বাংলাদেশি এবং একজন শ্রীলঙ্কার নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

স্থানীয় সময় গত বুধবার বাতু পাহাতের উপ-পুলিশপ্রধান মুহাম্মাদ ইজুদিন রুঙ্গাই এক বিবৃতিতে এসব তথ্য জানান।

তিনি বলেন, মালয়েশিয়ার জহুর প্রদেশের বাতু পাহাত জেলার শ্রী গাডিং-এর আমাটেক্সের একটি কারখানার শ্রমিক হোস্টেলে গত বুধবার মারামারির একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা তদন্তের জন্য ২৩ থেকে ৩৩ বছর বয়সী তিন জনকে পুলিশ গ্রেপ্তার করে, যাঁদের সবাই বিদেশি নাগরিক।

বাতু পাহাতের উপ-পুলিশপ্রধান আরও বলেন, দণ্ডবিধির ১৪৮ ধারায় মামলার তদন্তের জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে।