নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগের একটি বাসা থেকে শাহিনুল ইসলাম (৩২) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে মালিবাগের চৌধুরী পাড়ার ১৩/বি নম্বর বাসার তিনতলার সি/৩ নম্বর কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহিনুল মারা গেছেন।
রামপুরা থানার উপপরিদর্শক হুমায়ুন কবির বলেন, স্থানীয়দের খবরে ওই বাসার দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হওয়ায় তার মৃত্যু হয়েছে।
তিনি বলেন, শাহিনুল ওই বাসায় একা থাকতেন। তার পরিবারের অন্য সদস্যরা আমেরিকায় থাকেন।