আন্তর্জাতিক ডেস্ক : মালটায় একটি বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে লুকা শহরে বিমানটি বিধ্বস্ত হয়।
বিবিসি জানিয়েছে, বিমানটি লিবিয়ার উদ্দেশে যাত্রা করেছিল। নিহতরা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এ দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
প্রাথমিকভাবে জানানো হয়েছিল, নিহতরা সবাই ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত রক্ষী বাহিনী ফ্রনটেক্সের কর্মকর্তা। পরে অবশ্য ফ্রনটেক্স জানিয়েছে, বিমাটি তারা ভাড়াও নেয়নি আর এতে তাদের কোনো কর্মকর্তাও ছিল না।
মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে ঘটনার সত্যতা স্বীকার করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি বিমানটিকে রানওয়ে থেকে আকাশে উড়তে দেখেন। এর একটু পরেই বিমানটি ডানদিকে কাত হয়ে যায় এবং এটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়।