আন্তর্জাতিক ডেস্ক :মালয়েশিয়ার বোর্নিও উপকূলে ৩১ আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌযান নিখোঁজ হয়েছে । এদের মধ্যে ২৮ জন চীনা পর্যটক রয়েছেন । মালয়েশীয় উপকূল রক্ষাকারী কর্তৃপক্ষ রোববার এ তথ্য জানিয়েছে।
মালয়েশীয় উপকূল রক্ষাকারী সংস্থার (এমএমইএ) উপপরিচালক রহিম রামলি জানিয়েছেন, শনিবার স্থানীয় সময় সকাল ৯টার দিকে মালয়েশিয়ার পূর্বাঞ্চলীয় রাজ্য সাবার রাজধানী কোটা কিনাবালু থেকে নৌযানটি রওনা হয়। এটি পর্যটন দ্বীপ মেনগালুমের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু এটি মেনগালুম দ্বীপে না পৌঁছানোয় নিখোঁজ হয়েছে বলে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে জানানো হয়। এর পরপরই তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয় ।
তিনি জানান, অভিযানের জন্য সাগরের ৪০০ নটিক্যাল বর্গমাইল এলাকা নির্দিষ্ট করা হয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।
রামলি বলেন, ‘ঝোড়ো বাতাস ও প্রবল ঢেউয়ের মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে। আকাশপথে অনুসন্ধানের জন্য বিমানবাহিনীকে আমরা অনুরোধ জানিয়েছি।’