মালয়েশিয়ায় গোপালগঞ্জ সমিতির ইফতার মাহফিল

পবিত্র রমজান মাসে করোনাভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়ায় গোপালগঞ্জ জেলা সমিতি।

রবিবার রাজধানী কুয়ালালামপুরের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বি এম বাবুল হাসান, বাবুল সর্দার, গাজী মাইনুল, রচি, মওদুদ, আশিক শিকদার, অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল হোসেন চৌধুরী ও নাজমুল ইসলাম বাবুলসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।