মালয়েশিয়ায় পাচার হওয়ায় ১৩ বাংলাদেশি উদ্ধার

আন্তর্জাতিক ডেস্কঃ পাচারের শিকার সময় মালয়েশিয়া উদ্ধার হয়েছে ১৩ বাংলাদেশি। মালয়েশিয়ায় পাচারের শিকার ১৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশের পুলিশ। গত বৃহস্পতিবার স্থানীয় সময় তাদের আলোস্টারের কুলিমে তামান নামক একালাকা একটি ঘর থেকে বন্দী অবস্থায় উদ্ধার করা হয়।

দেশটির প্রশাসন জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ১৩ বাংলাদেশি ছাড়াও ভারত ও পাকিস্তানের আরও ১৫ জনকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটকরা করা না গেলোও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, এসব অভিবাসন প্রত্যাশীদের অন্য কোথাও পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছিলো।