
মালয়েশিয়া প্রবাসীদের পাসপোর্ট সেবা নিশ্চিতে উদ্বোধন করা হয়েছে পাইলট প্রজেক্টের।
বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১১টায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে ফিতা কেটে উদ্বোধন করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সারওয়ার।
১০ মার্চ এক ভার্চুয়াল সভায় প্রবাসী বাংলাদেশিদের সেবাপ্রদানের লক্ষ্যে হাইকমিশন ভার্চুয়াল সভার মাধ্যমে ‘বাংলা টাইগার ডিজিটাল’ এর ব্যানারে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সহজেই পাসপোর্ট আবেদনসহ বিভিন্ন ধরনের সেবা অনায়াসে গ্রহণ করতে পারবে। এছাড়া বিদেশে প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল মিশন হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এক ধাপ এগিয়েছে গেলো বাংলাদেশ হাইকমিশন।