
অনৈতিক কর্মকাণ্ডের দায়ে একটি হোটেল থেকে বাংলাদেশিসহ চার বিদেশি নারীকে গ্রেফতার করেছে মালয়েশিয়া পুলিশ। গ্রেফতারদের মধ্যে একজন বাংলাদেশি, দুইজন থাইল্যান্ড এবং একজন উগান্ডার।
মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজধানী কুয়ালালামপুরের জালান নাগাসারির একটি হোটেল থেকে পুলিশ সদর দফতরের অপরাধ তদন্ত বিভাগের (বিএসজে) একটি দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বুধবার (১৪ এপ্রিল) এক বিবৃতিতে সহকারী কমিশনার মোহামাদ জয়নাল আবদুল্লাহ জানিয়েছেন, ‘অভিযানের সময় বাংলাদেশি নারী ওই হোটেল এলাকায় তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছিলেন এবং অন্য তিন নারী অনৈতিক কাজে লিপ্ত ছিলেন। অভিযানে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ৪ এপ্রিল থেকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন এই চার নারী এবং প্রতি গ্রাহকের কাছ থেকে ৫০ রিঙ্গিত করে নিতেন তারা। দণ্ডবিধি ৩৭৩ ও ৩৭২ বি এবং ইমিগ্রেশন আইনে অধিক তদন্তের জন্য তাদেরকে ১৭ এপ্রিল পর্যন্ত রিমান্ডে নেয়া হয়েছে।