মালয়েশিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ১০

মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনায় ৮ শিশুসহ ১০ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। দেশটির একাধিক সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

সেলাঙ্গর দমকল বিভাগ জানিয়েছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে তিনটি গাড়ি এবং একটি ট্রেলার লরির সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

উদ্ধার বিভাগের পরিচালক নোরাজাম খামিস এক বিবৃতিতে বলেছেন, তারা রাত ১১টা ৪২ মিনিটে (১৫৪২ জিএমটি) এই দুর্ঘটনার খবর পেয়েছেন।

তিনি বলেন, দুর্ঘটনায় ১৭ জন আহত হয়েছেন, এদের মধ্যে ১০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। মৃতদের একজন পুরুষ, একজন নারী এবং অন্য আটটি শিশু। ট্রেলারে চাপাপড়া গাড়িগুলো থেকে হতাহতদের উদ্ধারে একটি ক্রেন ব্যবহার করতে হয়েছে।