মালয়েশিয়ায় ২০৪ জন বাংলাদেশি আটক

সাধারণ ক্ষমা ঘোষণার পরও অবৈধ অভিবাসীদের আটক করছে মালয়েশিয়া সরকার। হঠাৎ-ই এই অভিযান শুরু করেন দেশটির সরকার। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে।

শনিবার (২০ মার্চ) ভোরে রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বির একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে সর্বমোট ৩২৮ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ।

এর মধ্যে বাংলাদেশি ২০৪ জন, ইন্দোনেশিয়ান ১০৮ জন, মিয়ানমারের ৯ জন, ভারতের ৪ জন এবং অন্যান্য দেশের ৩ জন নাগরিক রয়েছে।

মন্ত্রী বলেন, যদি তদন্তে দেখা যায় যে বিদেশি শ্রমিকরা তাদের নথিতে নিবন্ধিত কাজের বিপরীতে বিভিন্ন খাতে কাজ করছে, তাহলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।