
আন্তজার্তিক ডেস্ক : উল্লেখ্য, মালয়েশিয়ার ওই নিরাপত্তা আইনের আওতায় বিনা বিচারে কাউকে ২৮ দিন পর্যন্ত আটক রাখার সুযোগ রয়েছে।
পৃথক এক বিবৃতিতে খালিদ বলেন, পুলিশের চালানো এক তদন্তে তাদের তথাকথিত ফতুল্লাহ টেরর অর্গানাইজেশন (এফইটিও)’র সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
তুর্কি কর্তৃপক্ষের অভিযোগ এরদোগানের বিরুদ্ধে গত বছরের সামরিক অভ্যুত্থান প্রচেষ্টার মূল হোতা হচ্ছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মুসলিম ধর্ম প্রচারক ফতুল্লাহ গুলেন।
খালিদ জানান, এসব ব্যক্তির ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র আঙ্কারা বাতিল করেছে। সুতরাং তারা মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত ছিল।
মালয়েশিয়া তিন তুর্কি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের বিরুদ্ধে একটি ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ইন্ধন দেয়ায় অভিযুক্ত যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্ম প্রচারক ফতুল্লাহ গুলেনের সঙ্গে সম্পর্কের কারণে আঙ্কারা তাদের খুঁজছিল। খবর এএফপি’র।
জাতীয় পুলিশ প্রধান খালিদ আবু বকর টুইটার বার্তায় জানান, বৃহস্পতিবার রাতে তুরস্কের এ তিন নাগরিককে আঙ্কারায় ফেরত পাঠানো হয়। বিভিন্ন মানবাধিকার সংগঠনের উদ্বেগ সত্ত্বেও তাদেরকে ফেরত পাঠানো হলো।
নিরাপত্তা আইনের আওতায় গত সপ্তাহে তুর্গে কারামান ও ইহসান আসলানকে গ্রেফতার করা হয়। এরমাত্র দু’দিন পর তুর্কি শিক্ষাবিদ ইসমাত ওজেলিককে গ্রেফতার করা হয়।