মাশরাফির বিদায়ী ম্যাচে কাল মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ দিয়েই বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিপাক্ষিক পূর্ণাঙ্গ সিরিজের সমাপ্তি ঘটবে।

একই সাথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের শেষ ম্যাচে মাঠে নামবেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শেষ ম্যাচটিকে জয় দিয়ে রাঙাতে চায় মাশরাফির সতীর্থরা।

বৃহস্পতিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে দ্বিপাক্ষিক দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিটিভি, টেন স্পোর্টস, টেন-৩ ও টেন-১ এইচডি।

ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ বাঁচানোর লড়াই হলেও, স্বাগতিক লঙ্কানদের সিরিজ ২-০ করার লড়াই। কেননা মঙ্গলবার সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৬ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।

এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সমান ব্যবধানে ‘ড্র’ হয়েছে। এবার দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে মাশরাফিকে জয় উৎসর্গ করে ১-১ ব্যবধানে সিরিজ শেষ করতে চাইবে টাইগাররা।