মাসুদ রানা এরশাদকে মহানগর ছাত্রলীগের সভাপতির পদ থেকে অব্যাহতি

গাজীপুর

টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানা এরশাদকে সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাসুদ রানা এরশাদের আবেদনের প্রেক্ষিতেই ছাত্রলীগ এ সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সেইসঙ্গে মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ইকবাল হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে মাসুদ রানা এরশাদ জানান, তিনি নিজে সভাপতি পদ থেকে অব্যাহতি চেয়েছেন। মহানগরে ছাত্রলীগের কিছু নেতাকর্মী বিভিন্ন সময় বিতর্কিত কর্মকান্ড করে। আর সভাপতি হিসেবে সেসব কর্মকান্ডের দায় দায়িত্ব আমাকেই নিতে হয়। তাই স্বেচ্ছায় এ পদ থেকে অব্যাহতি দেয়ার জন্য আবেদন করেছি।