মাহবুব আলী খানের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪১তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় ‍মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি মাহবুব ভবনে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জোবাইদা রহমান।