
বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। ২০১২ সালের ৫ অক্টোবর ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে ঢালিউডে পা রাখেন মাহি। তার প্রথম সিনেমাতেই দর্শক তাঁর লুক এবং অভিনয়ের বিপুল প্রশংসা করেন। ৯ বছরে একটু একটু করে নিজেকে প্রমাণ করেছেন এ অভিনেত্রী।
তাছাড়া শুধু বাংলাদেশ নয় ভারতীয় বাংলা সিনেমা করেও বিপুল প্রশংসা কুড়িয়েছেন তিনি। অভিনেত্রী জানান এই ৯ বছরের সফল ক্যারিয়ারের পরেও মাহির আছে একটি আফসোস।
এ সম্পর্কে মাহি বলেন, ‘ভক্তরা আমার সিনেমা দেখতে চান, আমাকে পছন্দ করেন, আমাকে ফেসবুকে অনুসরণ করেন, এটা আমার বড় পাওয়া। চলচ্চিত্রে এসে এমন অনেক কিছু পেয়েছি। এত তাড়াতাড়ি পাব, ভাবিনি। আবার আফসোসও আছে। দেশের একদম সীমান্তে এলাকায় গিয়েও যদি কাউকে বলা যায়, শাবনূরকে চেনেন কি না? সঙ্গে সঙ্গে তাঁরা চিনতে পারবেন। তিনি সেভাবেই দর্শকের কাছে পৌঁছেছেন।
তিনি আর বলেন, দেশের আনাচকানাচে শাবনূর আপাকে দর্শক চেনেন। সেই জায়গায় হয়তো এখনো সেভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারি নাই। সে রকম একটা জায়গায় গেলে আফসোস কমত। যেতে পারব কি না, জানি না। দেশের সব শ্রেণির দর্শক যেন আমার কাজকে পছন্দ করেন, এখনো সেই চেষ্টা করছি’।
প্রথম সিনেমা মুক্তির পর মাহিকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের বছরই মুক্তি পায় তাঁর চারটি সিনেমা। সেই বছর, ২০১৩ সালে মুক্তি পাওয়া জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ সিনেমার পরি চরিত্রটি তাঁর ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করে। পরের বছর মুক্তি পায় ছয়টি সিনেমা। ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘দেশা: দ্য লিডার’, ‘অনেক সাধের ময়না’ সিনেমাগুলো তাঁর ক্যারিয়ারকে আরও বেশি পাকাপোক্ত করে।
যদিও পরে কিছুটা বাছবিচার করে কাজ করতে থাকেন মাহি। হুমায়ূন আহমেদের গল্প নিয়ে ‘কৃষ্ণপক্ষ’, পরে ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’সহ একাধিক সিনেমায় নতুন করে নিজেকে পর্দায় হাজির করেন। জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে আসা মাহি এখনো তাদের প্রতি কৃতজ্ঞ। আজ তিনি ফেসবুকে লিখেছেন, ‘ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। ওপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি’।