মা-ই পারেন, সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন

নিউজ ডেস্ক : মা-ই পারেন, সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে পারেন। শহীদ মাগফার উদ্দিন চৌধুরী’র (আজাদ) মা মোসম্মাৎ সাফিয়া বেগম একজন অনন্য মা।

আজাদ ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর হাতে শহীদ হওয়ার পর মা প্রতিদিন এক বেলা রুটি খেয়েছেন। ভাত খাননি, এমনকি বিছানায় ঘুমাননি। কারণ, আজাদ মৃত্যুর আগে ভাত খেতে চেয়ে পাননি, থানায় শক্ত মেঝেতে কাটিয়েছেন রাত।

শহীদ আজাদ ও তার মায়ের এ ঘটনা অনেকেরই জানা। কিন্তু মায়ের এই আত্মত্যাগ পুরনো হওয়ার নয়। স্বাধীনতার প্রতিচ্ছবি আজাদ ও তার মা। মায়ের নির্দেশে আজাদ জীবন উৎসর্গ করেছেন বলেই স্বাধীন হয়েছে দেশ।

ষাটের দশকের কথা। ধনী পরিবারের একমাত্র সন্তান আজাদ তখন ষষ্ঠ শ্রেণিতে পড়েন। আজাদের বাবা আরেকটি বিয়ে করতে চান। কিন্তু আজাদের মা নিষেধ করেন। আজাদের বাবা তার কথা উপেক্ষা করে বিয়ে করেন। এতে আজাদের মা আজাদকে নিয়ে চলে আসেন ঐ বাড়ি থেকে। মগবাজারে ছোট একটি ঘর ভাড়া নিয়ে কষ্টে দিনাতিপাত করতে শুরু করেন। খুব কষ্ট করে আজাদকে লেখাপড়া করান মা। অবশেষে ১৯৭১ সালে আজাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে মাস্টার্স পাস করেন।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে রাজধানী ঢাকা ও সারাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমন করে ঘর-বাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়। একের পর এক নিরপরাধ মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। পাক বাহিনীর অত্যাচার-নির্যাতন দেখে চুপ করে বসে থাকতে পারেনি বাংলার ছেলেরা। শুরু হয় মুক্তিযুদ্ধ। আজাদ, তার খালাতো ভাই ফেরদৌস আহমেদ জায়েদ, তার বন্ধু রুমী (জাহানারা ইমামের ছেলে রুমী) ও অন্য বন্ধুরা পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নেন। এ সময় আজাদের এক বন্ধু তাকে বলেন, ‘তোমার বাবার বন্দুক ও পিস্তল আছে এবং তুমি এগুলো চালাতে জানো। তুমি তোমার বাবার কাছ থেকে বন্দুক নিয়ে আসো।’

বন্ধুদের এ কথা শুনে মায়ের কথা মনে পড়ে আজাদের।

আজাদের দুচোখ থেকে জল পড়তে থাকে। মায়ের কষ্টের কথা তার মনে পড়ে। আজাদ চোখ মুছে বন্ধুদের বলেন, পৃথিবীতে মা ছাড়া আমার আপন আর কেউ নেই। মা অনুমতি দিলে যুদ্ধে যাবো। মায়ের কাছে যুদ্ধে যাওয়ার অনুমিত চাইলে তিনি বলেন, ‘আমার প্রয়োজন মেটাতে তোমাকে মানুষ করিনি, দেশের মানুষের প্রয়োজন মেটানোর জন্য করেছি। যুদ্ধে যাও, দেশ স্বাধীন করো।’

মায়ের এই দেশপ্রেমের কথা শুনে আজাদ আরো অনুপ্রাণিত হন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন তিনি। আজাদের বাসায় অস্ত্র লুকিয়ে রাখা হয় এবং গেরিলা যোদ্ধারা সেখানে আশ্রয় নেন। আগস্ট মাসের শেষে পাকিস্তানি সেনাবাহিনী আজাদের বাড়ি ঘেরাও করে নির্বিচারে গুলি চালায়। মুক্তিযোদ্ধা কাজি কামাল (বীর বিক্রম) পাল্টা গুলিবর্ষণ করে পালিয়ে যেতে সক্ষম হলেও আজাদ, জুয়েলসহ বাকিরা ধরা পড়েন।

আজাদ ও তার সঙ্গীদের সবাইকে তৎকালীন রমনা থানায় নিয়ে যাওয়া হয়। মা সাফিয়া বেগম আজাদকে দেখতে এসে জানতে চান, ‘বাবা, কী অবস্থা?’ আজাদ জবাবে বলেন, ‘প্রচণ্ড মারধর করে, কে কোথায় যুদ্ধ করছে তা জানতে চায়। আমার খুব ভয় করছে।’

তখন আজাদের মা বলেন, ‘বাবা, ওরা মেরে ফেললেও কিছুই স্বীকার করবে না। তোমার বন্ধুসহ কারো নাম-ঠিকানা বলবে না।’

এরপর আজাদ বলেন, ‘মা, কত দিন ভাত খাই না। আমার জন্য ভাত নিয়ে এসো। ভাত খেতে ইচ্ছা করছে।’

পরদিন ভাত নিয়ে রমনা থানায় যান আজাদের মা। কিন্তু ততক্ষণে পাকিস্তানি সেনারা আজাদকে গুম করে ফেলে। তিনি অনেক খুঁজেও ছেলেকে আর পাননি।

দেশ স্বাধীন হয়েছে কিন্তু ফিরে আসেনি আজাদ। প্রতিদিন আজাদের জন্য অপেক্ষা করেছেন তার মা। অপেক্ষা করেছেন ছেলেকে ভাত খাওয়াবেন বলে। কিন্তু আজাদ আর ফিরে আসেনি। আজাদ ভাত চেয়েছিল, তাকে ভাত খাওয়াতে পারেননি বলে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভাত খান নি। শুধু একবেলা রুটি খেয়ে থেকেছেন।

আজাদকে রাজধানীর নাখালপাড়ায় ড্রাম ফ্যাক্টরি সংলগ্ন এম.পি হোস্টেলে পাকিস্তানি মিলিটারি টর্চার সেল-এ নির্যাতন করে মেঝেতে ফেলে রাখা হতো। আজাদ বিছানা পান নি- এই কষ্টে মা ১৪ বছর বিছানায় ঘুমান নি, মেঝেতে শুয়েছেন শীত–গ্রীষ্ম সব ঋতুতে।

১৯৮৫ সালের ৩০ আগস্ট মারা যান আজাদের মা। জুরাইন গোরস্তানে দাফন করা হয় তাকে। দাফনকালে জাহানারা ইমাম, নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, রাইসুল ইসলাম আসাদ, আবুল বারক আলভী, শাহাদত চৌধুরী, ফতেহ চৌধুরী, হাবিবুল আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধাদের অনেকেই বলেছেন, মোসম্মাৎ সাফিয়া বেগম শুধু শহীদ আজাদের মা নন, তিনি নিজেও এক অসীম সাহসী যোদ্ধা। তিনি মুক্তিযুদ্ধে একমাত্র ছেলেকে উত্সর্গ করেছেন, অনেক মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছেন, সাহস দিয়েছেন। তিনি সারাটা জীবন লড়াই করে গেছেন, সেই যুদ্ধে তিনি হার মানেননি।