মা ও দুই সন্তানের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দারুস সালাম থানা এলাকার একটি বাসা থেকে মা ও তার দুই সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে সীমা সাম্মাদ আনিকা (২২), শামীমা (৫) ও আব্দুল্লাহর (৩) লাশ উদ্ধার করা হয়। সীমা সাম্মাদ আনিকার স্বামীর নাম শামীম হোসেন।
দারুস সালাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুজ্জামান রাইজিংবিডিকে বলেন, ‘ছোট দিয়াবাড়ি পানির পাম্প এলাকার একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, দুই সন্তানকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন।পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।’