মা-বাবাহীন সেই শিশুর দায়িত্ব নিলেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আগুনে পুড়ে মা-বাবাহীন শিশু আদিয়াতের লালন-পালনসহ যাবতীয় দায়িত্ব নিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

রোববার চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম।

এর আগে শনিবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে কম্বল বিতরণকালে মেয়র আ জ ম নাছির শিশু আদিয়াতের দায়িত্ব নেওয়ার কথা ঘোষণা দেন। এ ছাড়া সিটি করপোরেশনের পক্ষ থেকে আদিয়াতের পরিবারকে ২ লাখ টাকা অনুদান দেওয়া হয়।

সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জানান, বাকলিয়া থানার বলিরহাট এলাকায় অগ্নিকাণ্ডে নিহত হন সিটি করপোরেশনের কর্মী সৈয়দ আহাম্মদ এবং তার স্ত্রী রীনা আক্তার। ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের এক বছর বয়সী শিশু সন্তান আদিয়াত। এ ঘটনায় চসিক মেয়র আ জ ম নাছির শিশু আদিয়াতের খোঁজ খবর নেন। সর্বশেষ তিনি এই শিশুটির যাবতীয় ব্যয় বহনের ঘোষণা দেন। এ ছাড়া আদিয়াতের পরিবারকে এককালীন ২ লাখ টাকা অর্থ সহায়তা দেন চসিক মেয়র।