
তানভির আহমেদ: রাজনৈতিকভাবে সময়ের সেরা আলোচিত নাম মমতা। বেশ কিছুদিন ধরে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। ফের খবরের শিরোনাম হলেন এই রাজনীতিবিদ।
নতুন খবর হচ্ছে, টানটান উত্তেজনার মধ্যে শেষ হল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট। এই দফায় ১ এপিল পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ৩০ টি আসনে ভোটগ্রহণ হয়। কিন্তু সবার নজর ছিল একটি মাত্র আসনে- নন্দীগ্রাম।
এমতাবস্তায়, সাংবাদিকদের সামনে শুভেন্দুকে নিশানা করে মমতা বলেন ‘এই ভোটে বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি গতকাল রাত থেকেই বিভিন্ন এলাকায় গিয়ে গুন্ডামি, তান্ডব করেছেন। কমিশনে আমরা ৬৩ টি অভিযোগ জানিয়েছি। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমার চিন্তা গণতন্ত্র নিয়ে। নন্দীগ্রামে মা-মাটি-মানুষের আশীর্বাদে আমিই জিতছি।