
হলিউডের অস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী এমা স্টোন। প্রথমবারের মতো মা হয়েছেন তিনি। অভিনেত্রী ও তার স্বামী ডেভ ম্যাককারির জীবনে এখন খুশির বন্যা। বাবা-মা’র দায়িত্ব পালনেই ব্যস্ত এই তারকা দম্পতি।
যদিও সন্তান ছেলে নাকি মেয়ে, সেটি এখন পর্যন্ত প্রকাশ করেননি তারা। লস অ্যাঞ্জেলসের একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন এমা স্টোন।
জানুয়ারি মাসে এই সংবাদমাধ্যমকেই একান্ত সাক্ষাৎকারে মা হতে চলার খবর নিশ্চিত করেছিলেন ‘লা লা ল্যান্ড’ অভিনেত্রী।
২০১৯ সালে আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন এমা স্টোন ও ডেভ ম্যাককারি। পরের বছরই বিয়ে করেন তারা। আর বছর ঘুরতেই খবর আসে তাদের সন্তান আগমনের।