
মিটফোর্ডে সোহাগ হত্যায় দুইজন নেতা বিএনপি থেকে পদত্যাগ করেছে তারা বিএনপি কে ধারণ করেনা বলে মন্তব্য করেছেন বিএনপি আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার (১৫ জুলাই) হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে এ মন্তব্য করেন তিনি।
কায়সার কামাল বলেন, মিটফোর্ডে সোহাগ হত্যায় দুইজন নেতা বিএনপি থেকে পদত্যাগ করেছে তারা বিএনপি কে ধারণ করেনা। আমাদেরকে সদস্য সংগ্রহ চলাকালে সতর্ক থাকতে হবে কোনো অনুপ্রবেশকারী যেন সদস্য ফরম পূরণ না করতে পারে।
এ সময় যারা স্বাধীনতায় বিশ্বাসী না, ৭১ ভূমিকায় কিছু বলেননি, লাল সবুজের পতাকার জন্য তারা কতটুকু শ্রদ্ধাশীল বলে প্রশ্ন রাখেন তিনি।