মিটফোর্ডে সোহাগ হত্যা: আসামি রবিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজধানীর পুরাণ ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মো. সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আসামি তারেক রহমান রবিন। শনিবার (১২ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

এর আগে শুক্রবার তারেক রহমান রবিনকে দুই দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিন মাহমুদুল হাসান মহিন নামে অন্য আসামিকেও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।