
আন্তর্জাতিক ডেস্ক : মিডিয়ার বিরুদ্ধে হুংকার ছেড়েছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। সর্বশক্তি দিয়ে গণমাধ্যমের বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে তারা।
ট্রাম্প-প্রশাসন মনে করেছে, অভিষেক অনুষ্ঠানে তুলনামূলক কম লোকসমাগমের ‘ভুল তথ্য’ হাজিরের মাধ্যমে প্রেসিডেন্টের বিরুদ্ধে অন্যায্য আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে প্রতিদিনই সর্বশক্তি দিয়ে লড়বে হোয়াইট হাউস।
হোয়াইট হাউসের চিফ অব স্টাফ রেইন্স প্রাইবাস রোববার ফক্স নিউজ-কে বলেন, ‘লোকসমাগমের আকার কোনো বিষয় নয়। বিষয় হলো, আক্রমণ শানানো এবং প্রথম দিনে প্রেসিডেন্টকে খাটো করে উপস্থাপন। আমরা বসে থাকব না এবং দেখে নেব।’
শনিবার প্রথম পূর্ণ কার্যদিবস অফিস করেন ট্রাম্প। এ দিন সিআইএর কর্মকর্তাদের সঙ্গে এক সভায় ট্রাম্প গণমাধ্যমের বিরুদ্ধে বিষোদগার করেন। নোংরা ভাষায় সাংবাদিকদের আক্রমণ করেন। গণমাধ্যমের বিরুদ্ধে যুদ্ধ করছেন বলে জানান।
যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প শপথ গ্রহণ করার সময় লোকজনের উপস্থিতির সংখ্যা নিয়ে গণমাধ্যম ২০০৯ সালে বারাক ওবামার শপথ অনুষ্ঠানের তুলনামূলক ছবি প্রকাশ করে। তথ্য-উপাত্ত ও ছবি থেকে গণমাধ্যম দাবি করে, ট্রাম্পের চেয়ে ওবামার শপথ অনুষ্ঠানে লোকজন বেশি ছিল। মিডিয়ার এই খবরকে অসত্য বলে উড়িয়ে দিয়ে তিনি দাবি করেন, প্রায় ১৫ লাখ লোক হাজির হয় তার অভিষেকে।
এ বিরুদ্ধে স্বভাবসুলভ আচরণে ট্রাম্প ‘যাচ্ছেতাই’ বক্তব্য দেওয়ার পর হোয়াইট হাউসের কর্মকর্তারাও একই সুরে গণমাধ্যমের ওপর খেপেছেন। তাদের বক্তব্য, রেহাই দেওয়া হবে না। মিডিয়াকে দেখিয়ে দেবেন তারা।
সরকারের নীতি ও মন্ত্রিসভা চূড়ান্তকরণের মতো গুরুত্বপূর্ণ ইস্যু বাদ রেখে ট্রাম্প-প্রশাসন এখন মিডিয়ার ওপর উঠেপড়ে লেগেছে। ট্রাম্প সরকারের প্রথম সপ্তাহ গণমাধ্যমের সঙ্গে বিবাদ করেই কাটবে বলে মনে করা হচ্ছে।
রোববার ফক্স নিউজে প্রাইবাস জানিয়েছেন, ট্রাম্পের খবর প্রকাশকারী গণমাধ্যমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবেন তারা। তার মতো হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সেইন স্পাইসারও গণমাধ্যমকে একহাত নিয়েছেন। স্পাইসারের একই দাবি, কারসাজি করে ক্যামেরায় লোকজনের উপস্থিতি কম দেখানো হয়েছে।
আকাশ থেকে তোলা ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে, ট্রাম্পের চেয়ে ২০০৯ সালে বারাক ওবামার অভিষেকে লোকজনের উপস্থিতির সংখ্যা বেশি ছিল। কিন্তু এই সত্য কোনোভাবে মানতে চাইছে ট্রাম্প ও তার কর্মকর্তারা।
ওয়াশিংটনের পাতালপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ২০ জানুয়ারি বেলা ১১টা পর্যন্ত বাস, ট্রেনে অভিষেক উপলক্ষে ১ লাখ ৯৩ হাজার যাত্রী আসেন। ২০০৯ সালে ওবামার অভিষেকে এ সংখ্যা ছিল ৫ লাখ ১৩ হাজার। কিন্তু স্পাইসারের দাবি, এত বেশি মানুষ কখনো অভিষেক অনুষ্ঠান দেখেনি।