
নিজস্ব প্রতিবেদকঃ সাভারের আশুলিয়া থানাধীন বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ২৫ জুয়ারি আটক করেছে র্যাব।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র্যাব।
র্যাব এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বলিভদ্র ও পলাশবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মিনি ক্যাসিনো জুয়ার আসর থেকে ছয় সেট প্লেয়িং কার্ড, একটি ইলেক্ট্রিক ক্যাসিনো বোর্ড, ২৪টি মোবাইল এবং নগদ ৯৩ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল সজল বলেন, গ্রেফতারকৃতরা জুয়ার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন। ভবিষ্যতে ক্যাসিনোসহ অনলাইন ক্যাসিনো বিরোধী নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।