মিমকে নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন ফেরদৌস

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফেরদৌস। বর্তমানে সিনেমা ও বিজ্ঞাপনের শুটিং নিয়ে বেশ ব্যস্ত সময় কাটছে তার। এরই ধারবাহিকতায় চলতি মাসে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে নিয়ে সুইজারল্যান্ড যাচ্ছেন ফেরদৌস।

কলকাতার সৃজিত মুখার্জি পরিচালিত ‘ইয়েতির অভিযান’ সিনেমায় অভিনয় করছেন ফেরদৌস-মিম। এ সিনেমার শুটিংয়ে অংশ নিতেই তারা সুইজারল্যান্ড যাচ্ছেন বলে জানান ফেরদৌস।

এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “বেশ কিছুদিন আগেই ‘ইয়েতির অভিযান’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। চলতি মাসেই আমরা শুটিং করতে সুইজারল্যান্ড যাব। সেখানে বেশ কিছুদিন শুটিং করে দেশে ফিরব।”

কলকাতার ভেঙ্কটেশ ফিল্মসের সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সুইজারল্যান্ডসহ বাংলাদেশ, ভারত, নেপালের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং করা হবে।