মিমির

‘বোঝে না সে বোঝে না’, ‘বাঙালি বাবু ইংলিশ মেম’, ‘গল্প হলেও সত্যি’, ‘যোদ্ধা-দ্য ওয়ারিয়র’ এমন অনেক দর্শক নন্দিত ভারতীয় বাংলা ছবির নায়িকা মিমি চক্রবর্তী। মিমি চলচ্চিত্রে অভিনয় শুরুর আগে একজন মডেল ছিলেন। তিনি ফেমিনা মিস্‌ ইন্ডিয়াতে অংশগ্রহণ করেন। তার অভিনয়ের শুরু চ্যাম্পিয়ন ছবির মাধ্যমে।

46 45

4159 4158 4156 415944