
এস.এম.মনির হোসেন জীবন \ রাজধানীর মিরপুর রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষে শিশুসহ ৩জন নিহত ও কমপক্ষে ১৫জন আহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো- লেগুনার গাড়ি চালক হান্নান (২২) ও তাওহীদ (১০) ও অঞ্জাত ব্যক্তি (৬০)। তার পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। এ ঘটনায় কমপক্ষে ১৪ থেকে ১৫জন যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন- মোঃ বারিক, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান, তাওহীদ, মোক্তার হোসেন। বাকীদের নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. শাহ-আলম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মিরপুরের রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় ঢাকা থেকে মায়ের দোয়া (চট্রগ্রাম-জ-১৬০৩) যাত্রীবাহী বাস সাভার যাওয়ার পথে এবং সাভার থেকে একটি যাত্রীবাহী লেগুনা (ঢাকা মেট্রো-ছ-১১-০৫১৮) ঢাকা যাওয়ার পথে গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাধ এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে এদুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে ১জন ও ঢামেক হাসপাতালে লেগুনা গাড়ি চালক হান্নান (২২) ও ১০ বছরের শিশু তাওহীদ এবং ঘটনাস্থলে অঞ্জাত ব্যক্তি (৬০) মারা যায়। এসময়‘মায়ের দোয়া’ পরিবহনের একটি বাসের সঙ্গে লেগুনার সংঘর্ষ হয় এবং লেগুনা গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়।
এদিকে, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দমকল বাহিনীর কর্মীরা দ্রæত ঘটনাস্থলে পৌঁছে ১৪ থেকে ১৫ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় লেগুনার ড্রাইভার আটকা পড়লে দমকল বাহিনীর কর্মীরা অত্যাধুনিক যন্ত্র ব্যবহার করে দক্ষতার সাথে তাকে কৌশলে উদ্ধার করে এ্যাম্বুলেন্সে যোগে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠায়। পরে আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত ৩জনকে ঢামেক হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, আজ সকালে রূপনগর থানার গোড়ান চটবাড়ি বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৫জন যাত্রী আহত হয়েছেন। এঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশংকানজক। আহত ব্যক্তিরা হলেন- মোঃ বারিক, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান, তাওহীদ, মোক্তার হোসেন। বাকীদের নাম তাৎক্ষনিক ভাবে জানা যায়নি। এ ঘটনায় গুরুতর আহত তাওহীদের বাবা মুক্তার হোসেন মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে, রূপনগর থানার এসআই মো: আব্দুল আজিজ আজ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে ১জন মারা যায়। আহত হয়েছে কমপক্ষে ১০জন। তাদেরকে ঢামেক হাসপাতাল সহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। রূপনগর থানা পুলিশ মায়ের দোয়া (চট্রগ্রাম-জ-১৬০৩) যাত্রীবাহী বাস ও লেগুনা (ঢাকা মেট্রো-ছ-১১-০৫১৮ নম্বরর গাড়ি দু’টি জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় রূপনগর থানায় রোড এক্রিডেন্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।