মিরপুরে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও দুজনের মৃত্যু

রাজধানীর মিরপুরে গ্যাস লাইন থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ সাতজনের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।

শুক্রবার (২৭ আগস্ট) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সার্জারি বিভাগের চিকিৎসক আবাসিক ডা. এস এম আইয়ুব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দিনগত রাতে দগ্ধ শফিকুল ইসলাম (৩৫), গ্যাস লাইনের মিস্ত্রী সুমন (৪০) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে রাত সাড়ে ১০টার দিকে দগ্ধ রিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়।

বুধবার (২৫ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগ থেকে অগ্নিকাণ্ডে শিশুসহ সাতজন দগ্ধ হন। দগ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন। তারা হলেন- রওশনারা বেগম (৭০), রেনু বেগম (৩৫) ও তাদের পাশের ভবনের ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) ও তার মেয়ে নাওশীন তারান্নুম (৫)।