কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ভাটা মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকার ইটভাটায় এই অভিযান পরিচালনা করেন মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা।
সুবর্ণা রানী সাহা জানান, কয়লার পরির্বতে ইটভাটায় কাঠ পোড়ানোর অপরাধে মেসার্স এ কে বি ব্রিকসের মালিক এনামুল হককে এক লাখ, মেসার্স আক্কাস ব্রিকসের মালিক শাহীন আলীকে এক লাখ, মেসার্স পি পি আর ব্রিকসের মালিক নুরুল ইসলামকে এক লাখ ৫০ হাজার ও মেসার্স এম আর বি ব্রিকসের মালিক শরিফুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মনিরুজ্জামান ও পরিদর্শক আব্দুল গফুর, সার্ভেয়ার জহিরুল ইসলাস প্রমুখ।