নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে মো. সজীব (১৬) নামে এক স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুদের বিরুদ্ধে।
বুধবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় সজীব মারা গেছে।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাজ্জাদ হোসেন বলেন, অপরাধীকে ধরতে পুলিশের অভিযান চলছে।
সজীবের দুলাভাই বাবু জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সজীব পশ্চিম শেওড়াপাড়ার বাসা থেকে বের হয় তেল কেনার জন্য। এ সময় পেছন থেকে রুবেলসহ তার চার বন্ধু চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে সজীবকে। প্রথমে মিরপুরের একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে সে মারা যায়।
সজীব হলিক্রস স্কুলের ৯ম শ্রেণির ছাত্র ছিল। তার বাবার নাম আবদুর রশিদ।