মিরপুরে জঙ্গি আস্তানার ভেতর থাকা জঙ্গিরা এখনো আত্মসমর্পণ করেনি

নিজস্ব প্রতিবেদক : মিরপুরের মাজার রোডে জঙ্গি আস্তানার ভেতর থাকা জঙ্গিরা এখনো আত্মসমর্পণ করেনি।

এজন্য জঙ্গি আব্দুল্লাহর সঙ্গে মঙ্গলবার বিকেল পর্যন্ত যোগাযোগের চেষ্টা করে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আর ভেতরের দুজন শিশুর জন্যই আরও অপেক্ষা করতে র‌্যাব প্রস্তুত বলে কর্মকর্তারা জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘আব্দুল্লাহর সঙ্গে কথা হচ্ছে। সে আত্মসর্পণ করবে বলে জানাচ্ছে। কিন্তু সময় নিচ্ছে। তারা যেন দ্রুত আত্মসমর্পণ করে সেজন্য গ্যাস, বিদ্যুৎ, পানি সব কিছু বিচ্ছিন্ন করা হয়েছে। প্রয়োজনে র‌্যাব আরও সময় দেবে।’

প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘সন্দেহ করছি ভেতরে দুটি শিশু আছে। যাদের পুঁজি করেছে জঙ্গিরা। আমরাও মূলত ওই দু’শিশুকে অক্ষত অবস্থায় উদ্ধার করার জন্য সময় দিচ্ছি।’

এর আগে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানিয়েছেন, ‘জঙ্গি আব্দুল্লাহসহ তার সঙ্গে দুই স্ত্রী, দুই সন্তান ও আরও দুজন সহযোগী রয়েছে। ভেতরে বিপুল পরিমাণ অ্যাসিড-পেট্রোল রয়েছে। কোনো রক্তপাত ছাড়াই আমরা অভিযান শেষ করতে চাই।’

র‌্যাব জানায়, ওই ভবনের ২৪টি ফ্ল্যাটের মধ্যে ২৩টি থেকে নারী শিশুসহ ৬৫ জনকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে পুরুষ ২৬, নারী ২৪ ও ১৫টি শিশু রয়েছে।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাতে বুদ্ধিজীবী কবরস্থানের দক্ষিণে ছয়তলা বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব। তবে মঙ্গলবার বিকেল পর্যন্ত আস্তানাতে চূড়ান্ত অভিযান শুরু করেনি র‌্যাব।