মিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত

কুষ্টিয়া প্রতিনিধি : জেলার মিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শনিবার দুপুর ১২ টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের কচুবাড়ীয়া মাঠের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।

মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. নুরুজ্জামান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস কচুবাড়ীয়ায় পৌঁছলে বাসের সামনের চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।

এতে বাসে থাকা অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে।আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।