মিরপুরে ৫ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার মিরপুরের দারুসসালাম থেকে ৫ কেজি হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার রাতে মো. নিজাম নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। নিজাম ভারত ও পাকিস্তান থেকে হেরোইনের বড় চালান চাপাইনবাবগঞ্জ রুট ব্যবহার করে ঢাকায় নিতে আসতেন। পরে তিনি এগুলো বিক্রি করতেন। পুলিশ তার ক্রেতাদের সম্পর্কে তথ্য নেওয়ার চেষ্টা করছে। মাসুদুর রহমান বলেন, শুধু মাদক ব্যবসা নয়, নিজাম অস্ত্র ব্যবসার সঙ্গেও জড়িত।