মিরপুরে ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিবেদক : রাজধানী ঢাকার মিরপুর এলাকায় রোববার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ শনিবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, আজ মিরপুর-১০ এর পশ্চিম পাশের এলাকা, কাজীপড়া, শেওড়াপাড়া, পীরবাগ, বড়বাগ, আগারগাঁও, সেনপাড়া পর্বতা এবং এর আশপাশের এলাকায় রোববার সকাল ১০ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তবে বিজ্ঞপ্তিতে গ্যাস বন্ধ থাকার বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, অনিবার্য কারণে এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার বাসিন্দাদের সচেতন থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।