
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর এলাকা থেকে অপহরণের চারদিন পর স্কুলছাত্রী সাবিনা ইয়াসমিনকে (১৩) উদ্ধার করেছে র্যাব-৪। এ সময় অপহরণকারী খন্দকার মুরাদকে (২৮) আটক করা হয়েছে।
সোমবার রাতে সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করা হয়। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুর রহমান মঙ্গলবার দুপুরে জানিয়েছেন, মিরপুরের মনিপুরে পূরবী স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী সাবিনা ইয়াসমিনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপহরণকারী খন্দকার মুরাদকে আটক করা হয়েছে।