
নিজস্ব প্রতিবেদক : রমনা ও মিরপুর থানা এলাকা থেকে সন্দেহভাজন ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ দাবি করছে। মঙ্গলবার দুপুরে পুলিশ এ তথ্য জানায়।
ঢাকা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ‘সোমবার মগবাজার পীরইয়ামীনের গলিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. আরিফ, শেখ সাদী আহম্মেদ, ফয়সাল আহম্মেদ ওরফে জুম্মন, মো. ফয়সাল হোসেন, ফরহাদ হোসেন ও মো. ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরো বলেন, ‘একইদিন রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের কল্যাণপুর চৌরাস্তা বটতলা এলাকায় অপর অভিযানে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- রফিকুল ইসলাম, হাফিজুল ইসলাম, জাকির হোসেন ও নজরুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতি ও দুটি চাকু উদ্ধার করা হয়।’
মো. মাসুদুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে তথ্য আছে। এ ব্যাপারে পৃথক থানায় মামলা হয়েছে।’