ঢাকা : মিরপুর এলাকা থেকে মো. আবুল হাসেম ওরফে হাসু নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
বুধবার দুপুরে ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে পীরেরবাগ ভাঙা ব্রিজ লেকেরপাড় অভিযান চালিয়ে হাসুকে গ্রেপ্তার করা হয়। পরে তার কাছ থেকে বিদেশি রিভলবার, এক নালা বন্দুক ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
হাসু ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে রাজধানীর বিভিন্ন এলাকায় অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয় করে আসছিল বলে জানানো হয়। এ বিষয়ে মিরপুর থানায় একটি মামলা হয়েছে।