নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুর ১০-এ একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মিরপুর ১০-এর বি-ব্লকের দুই নম্বর সড়কের ১০ নম্বর বাসায় আগুন লাগে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে হঠাৎ করেই ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ওই বাসার নিচ তলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আপাতত ওই বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।