
নিজস্ব প্রতিবেদক : মিরপুর ১২ নম্বরে ইলিয়াছ মোল্লা বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট।
সোমবার ভোর ৪টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজুর রহমান রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরে ইলিয়াছ মোল্লা বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরো ৭টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।
স্থানীয়রা জানায়, প্রায় ৭০ বিঘা জমির ওপর ৭ থেকে ৮ হাজার টিন এবং কাঠের তৈরি ঘর ছিল বস্তিতে। আগুনে বেশিরভাগ ঘরই পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানা যায়নি।