চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের মধ্যে একজন খাদেজা আক্তার (১৬), সে স্থানীয় যাহেদিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী।
নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম উদ্দিন চৌধুরী জানান, সে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছে। মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক পারপারের সময় এমন দুর্ঘটনা ঘটে। সিএনজি গাড়িটি সড়কে দাঁড়িয়ে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রাকটি ধাক্কা দিয়ে পুকুর পড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহতের মরদেহ উদ্ধার করে।
সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) হাদিম হায়দার চৌধুরী জানান, দুর্ঘটনার পর থেকে পুলিশের টিম কাজ করছে। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি উদ্ধার করা হচ্ছে।
নিহতদের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


