
ক্রীড়া ডেস্ক : হায়দরাবাদ টেস্টে অংশ নিতে ঢাকা ছাড়ার আগেই মেহেদী হাসান মিরাজ জানিয়েছিলেন, ভারতের বিশ্বমানের স্পিনার অশ্বিনের কাছ থেকে পরামর্শ নেবেন তিনি।
ঐতিহাসিক টেস্টে স্বাগতিকদের বিপক্ষে হারলেও অশ্বিনের সঙ্গে ঠিকই একান্ত সাক্ষাত হয় মিরাজের। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অশ্বিনের সঙ্গে মিরাজের সাক্ষাতকারের একটি ভিডিও শেয়ার করে।
২০৮ রানে বাংলাদেশের বিপক্ষে জয়ের পর উদিয়মান বোলার মিরাজকে বোলিং টিপস দিয়েছেন অশ্বিন। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে দুই টেস্টে ১৯ উইকেট নিয়ে নিজেকে জানান দিয়েছিলেন মিরাজ। ভারত সফরেও দুটি উইকেট লাভ করেন তিনি। অন্যদিকে ওই ম্যাচে ৬ উইকেট নেন ভারতীয় স্পিনার অশ্বিন। বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচের মধ্য দিয়েই দ্রুত ২৫০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখান অশ্বিন।
বিসিসিআইয়ের শেয়ার করা ভিডিওতে মিরাজ বলেন, ‘ভারতে আসার আগে থেকেই আমি তার (অশ্বিনের) সঙ্গে দেখার করার অপেক্ষায় ছিলাম। ম্যাচ শেষে আমি তার কাছে জানতে চেয়েছিলাম একটি নির্দিষ্ট পরিস্থিতিকে কিভাবে সামাল দিতে হয়। ম্যাচের কঠিন পরিস্থিতি সামাল দেওয়ার আমার অভিজ্ঞতা নেই। সে আমাকে বেশ উৎসাহিত করেছিল। তিনি আমাকে বলেছিলেন সফল ও দীর্ঘ ক্যারিয়ারে ভালোর জন্য আমার মাঝে সম্ভাবনা রয়েছে। তিনি আমাকে কঠোর পরিশ্রম করার কথা বলেছেন।’
ভারতের বিপক্ষে টেস্ট অভিজ্ঞতা নিয়ে মিরাজ বলেন, ‘আমি খুবই আনন্দিত যে অশ্বিনের সঙ্গে এমনকি বিরাট কোহলির সঙ্গে আমার দেখা হয়েছে। গত কয়েকবছর যাবত অশ্বিন খুব ভালো করছে এবং তার অনেক অভিজ্ঞতা রয়েছে। তার সঙ্গে আমি দুর্দান্ত কিছু সময় কাটিয়েছি। তার পরামর্শগুলো আমার বেশ কাজে দিতে পারে।’
http://www.bcci.tv/videos/id/4172/advices-from-ashwin-will-help-hasan