মিরাজের অনন্য রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক, মিরপুর থেকে :
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন মেহেদী হাসান মিরাজ।

ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন মিরাজ। এবার ঢাকা টেস্টের প্রথম ইনিংসেও নিলেন ৫ উইকেট। জাফর আনসারির উইকেট দিয়ে পঞ্চম উইকেটের স্বাদ নেন তরুণ অফস্পিনার।

শুক্রবার টেস্টের প্রথম দিনে পড়ন্ত বিকেলে দুই ইংলিশ ব্যাটসম্যান অ্যালিস্টার কুক ও গ্যারি ব্যালান্সের উইকেট নিয়েছিলেন মিরাজ। আজ দ্বিতীয় দিনের শুরুতেই উইকেটের স্বাদ পান ডানহাতি এ অফস্পিনার। নিজের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে মঈন আলীকে করেন বোল্ড। স্টাম্পের বল সুইপ করতে গিয়ে বোল্ড হন মঈন (১০)।%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a13

miraz

এরপর প্রথম স্পেলে আরো ৩ ওভার বোলিং করেন মিরাজ। ১১ ওভারের প্রথম স্পেলে তার বোলিং ফিগার ছিল ১১-১-৪৪-৩। খরুচে হলেও বল হাতে চাপে রাখেন ইংলিশ ব্যাটসম্যানদের। দারুণ লাইন ও লেংথ বজায় রেখে এক তালে বল করে যান ২২ গজের ক্রিজে।

নিজের দ্বিতীয় স্পেলে ফিরে এসেই আবারও বাংলাদেশকে উৎসবের উপলক্ষ্য করে দেন মিরাজ। ভেঙে দেন জো রুট ও জনি বেয়ারস্টোর বিপজ্জনক হয়ে ‍ওঠা ৪৫ রানের জুটি। বেয়ারস্টোকে আউট করে নিজের চতুর্থ উইকেট তুলে নেন মিরাজ। স্টাম্পের ওপরের সোজা বল অন সাইডে খেলতে চেয়েছিলেন বেয়ারস্টো। বলের জায়গায় ব্যাট না চালানোয় বল আঘাত করে প্যাডে। মিরাজের এলবিডব্লিউয়ের আবেদনে আম্পায়ার কুমার ধর্মাসেনা আঙুল তুলতে ভুল করেননি।%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a12

miraz-2

৪ ওভার পরই আসে সেই মাহেন্দ্রক্ষণ। অভিষিক্ত জাফর আনসারিকে স্লিপে শুভাগত হোমের তালুবন্দি করিয়ে পঞ্চম উইকেটের স্বাদ নেন মিরাজ। অফ স্টাম্পের খানিকটা বাইরের বল খোঁচা মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ দেন আনসারি। দারুণ ক্যাচ ধরেন শুভাগত।

বাংলাদেশের হয়ে মিরাজের আগে অভিষেক ম্যাচে ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন নাঈমুর রহমান দূর্জয়, মনজুরুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, ইলিয়াস সানী, সোহাগ গাজী ও তাইজুল ইসলাম। কিন্তু পরের ম্যাচে একই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তারা। মিরাজ এ তালিকায় প্রথম।%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a11

miraz-5

পরপর ৩ ইনিংসে ৫ উইকেট নেওয়ার রেকর্ড আছে বাংলাদেশের দুই ক্রিকেটারের। দুজনই বাঁহাতি স্পিনার। এনামুল হক জুনিয়র ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে পরপর ৩ ইনিংসে নিয়েছিলেন মোট ১৮ উইকেট। চট্টগ্রামে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটের পর ঢাকায় প্রথম ইনিংসে ৭ ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

দ্বিতীয়জন সাকিব আল হাসান। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ইনিংসে নিয়েছিলেন ১৬ উইকেট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্লুমফন্টেইনে ৫ ও সেঞ্চুরিয়নে ৬ উইকেট নিয়েছিলেন (বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারায় দুই টেস্টে এক ইনিংসের বেশি বল করতে পারেননি সাকিব) ঢাকায় নিজের পরের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে নেন ৫ উইকেট।

এ ছাড়া সাকিব ২০০৯ ও ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে পরপর দুই ইনিংসে ৫ উইকেট করে নিয়েছিলেন। পেসার রবিউল ইসলাম শিপলু জিম্বাবুয়ের হারারেতে পরপর দুই ইনিংসে নিয়েছিলেন ১১ উইকেট। প্রথমটিতে ৬ উইকেটের পর দ্বিতীয়টিতে ৫ উইকেট নেন ডানহাতি এ পেসার।