মিরাজের দ্রুততম ৫০ উইকেটের হাতছানি

ক্রীড়া প্রতিবেদক : ইংলিশ ব্যাটসম্যান বেন ডাকেটকে বোল্ড করে আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের খাতা খোলেন মেহেদী হাসান মিরাজ। চোখের সামনে এখনও মেহেদীর সেই বল ধ্রুবতারার মতো উজ্জ্বল।

অভিষেক ম্যাচে মেহেদী পেয়েছিলেন ৭ উইকেট। ঠিক পরের ম্যাচেই ১২ উইকেট। অভিষেক সিরিজে ১৯ উইকেট নিয়ে মেহেদী রেকর্ডবুক ওলট-পালট করে দিয়েছিলেন। দারুণ বোলিংয়ের ধারাবাহিকতায় ডানহাতি এ অফস্পিনার এরই মধ্যে তুলে নিয়েছেন ৪০ উইকেট, তাও আবার মাত্র ৮ টেস্টে!

বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম ৮ ম্যাচে এতো ভালো বোলিংয়ের রেকর্ড নেই। মেহেদীর সামনে এখন দ্রুততম ৫০ উইকেটের হাতছানি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ইনিংসে পিটার হ্যান্ডসকম্বের উইকেট নিয়ে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেটের রেকর্ডবুকে নাম তোলেন তাইজুল ইসলাম। ১৪তম ম্যাচে তাইজুল ইসলাম এ মাইলফলক ছুঁয়েছেন। তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম ৫০ উইকেট নেয়ার রেকর্ড মোহাম্মদ রফিকের। ১০০ উইকেট নিয়ে অবসরে যাওয়া মোহাম্মদ রফিক ৫০ উইকেট পেয়েছেন ১৩ টেস্টে। সাকিব আল হাসান এ ক্লাবে প্রবেশ করেন ১৫তম টেস্টে। দুই পেসার মাশরাফি বিন মুর্তজা ও শাহাদাত হোসেনের লেগেছিল বেশি সময়। ডানহাতি এ দুই পেসারই ২১তম টেস্টে ৫০ উইকেটের স্বাদ পান।

মেহেদী হাসান মিরাজের পকেটে ৮ টেস্টে ৪০ উইকেট। দ্রুততম ৫০ উইকেট পেতে হলে মেহেদীকে ৪ টেস্টে নিতে হবে মাত্র ১০ উইকেট। ধুমকেতু হয়ে বাংলাদেশ ক্রিকেটে আসা ১৯ বছর বয়সি এ ক্রিকেটারের জন্য কাজটা খুব মামুলি। চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে এ রেকর্ড গড়তে পারলে মেহেদী আরও বেশি উৎফুল্ল হবেন তা বলার অপেক্ষা রাখে না। কারণ ৮০তম টেস্ট ক্যাপটি মেহেদী পেয়েছিলেন চট্টগ্রামের মাটিতেই।