ক্রীড়া ডেস্ক :
টেস্ট অভিষেকেই আলো ছড়ানো মেহেদী হাসান মিরাজের প্রশংসা করেছেন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
চট্টগ্রাম টেস্টে বৃহস্পতিবার প্রথম দিনেই ৫ উইকেট তুলে নেন মিরাজ। অশ্বিন অবশ্য তার আগেই টুইট করে মিরাজের প্রশংসা করেন।
অশ্বিন প্রথম টুইটটা করেন প্রথম দিনের লাঞ্চের পরপরই। সাকিব আল হাসানের এক ওভারে দুইবার রিভিউ নিয়ে বেঁচে যান মঈন আলী। এরপর অশ্বিনের টুইট ‘লাঞ্চের পর এরকম রোমাঞ্চকর ওভার আগে দেখিনি।’
মন্তব্যে প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মার্ক বুচার মনে করিয়ে দিয়েছেন, সামনেই তো ভারতের সঙ্গে ইংল্যান্ডের খেলা। অশ্বিনের রোমাঞ্চিত হওয়ার কারণ আছে। ভারতীয় স্পিনার ইঙ্গিতটা বুঝতে পেরে পাল্টা রসিকতা করেছেন, মন্তব্যে লিখেছেন, ‘ঠাট্টা বাদ দিয়ে বলি, মেহেদী হাসান নামের নতুন অফ স্পিনারটা দারুণ।’
অশ্বিনের প্রশংসা করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ও বর্তমানে ধারাভাষ্যকার ইয়ান বিশপও। এ বছরের শুরুতে ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এসেছিলেন বিশপ। মিরাজের নেতৃত্বে বাংলাদেশ খেলেছিল যুব বিশ্বকাপের সেমিফাইনাল। সেমিফাইনালে বাংলাদেশ হেরে গেলেও মিরাজ জিতেছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার।
মিরাজকে তাই খুব কাছ থেকেই দেখেছেন বিশপ। তিনি টুইট করেছেন, ‘অনূর্ধ্ব ১৯ দলের আরেকজন গ্র্যাজুয়েটকে টেস্ট দলে খেলতে দেখে খুবই ভালো লাগছে। অভিনন্দন মেহেদী হাসান মিরাজ। দিনের খেলা শেষে আবার টুইট করেছেন, ‘অভিষেকেই পাঁচ উইকেট।’
ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট ক্রিকেটকান্ট্রির ক্রীড়ালেখক চিন্ময় জাওয়ালেকার টুইট করেছেন, ‘ডাকেট, ব্যালান্স, রুট, মঈন আলী ও জনি বেয়ারস্টো। অভিষেকেই পাঁচ উইকেট, অভিনন্দন মেহেদী হাসান মিরাজ।’