ক্রীড়া প্রতিবেদক : তরুণ ক্রিকেটারদের নিয়ে সব সময় আশাবাদী থাকেন মাশরাফি বিন মুর্তজা।
জাতীয় দলের অধিনায়কের হাত ধরেও অনেক ক্রিকেটার জাতীয় দলে এসেছেন। সেই তালিকায় এখন আছেন মুস্তাফিজুর রহমান। তার দলেই কিছুদিন পর খেলতে যাচ্ছেন টেস্টের বিস্ময়বালক মেহেদী হাসান মিরাজ।
অভিষেক সিরিজে মিরাজ ১৯ উইকেট নিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন। সবার মতে মাশরাফিও মিরাজের সাফল্য নিয়ে গর্বিত। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলায় মিরাজকে নিয়ে মাশরাফি বলেন,‘মিরাজ দারুণ ক্রিকেটার। খু্বই পরিশ্রমী ক্রিকেটার। আমি এটা শুনিনি, নিজের চোখে দেখেছি। অনূর্ধ্ব ১৯ থেকেই ওকে দেখছি। একই মাঠে অনুশীলন করেছি, খুবই কঠোর পরিশ্রম করে। আমি খুবই ইতিবাচক যে মিরাজ খুবই পরিশ্রমী। অনেক কিছু শিখতে হবে এটা ওর ভেতর আছে। ১০ বছর যদি ও বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিতে পারে তাহলে দ্রুতই বাংলাদেশের ক্রিকেট বদলে যাবে। আশা করব সে নিয়মিতভাবে বাংলাদেশের হয়ে পারফর্ম করবে।’
মুস্তাফিজুর রহমানকে নিয়েও একই প্রত্যাশা মাশরাফির।
মিরাজের জন্য সামনে অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ঘরের মাঠে ইংল্যান্ডকে গুড়িয়ে দিয়েছে মিরাজ। সামনেই বাংলাদেশের একাধিক সফর। সেখানেও ভালো করতে হবে মিরাজকে।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের আগে নতুন ক্রিকেটারদের নিয়ে ততটা বিশ্লেষণ করা হয় না।
মিরাজের ক্ষেত্রেও তাই হয়েছে। তবে বিশ্বজয় করায় এখন মিরাজকে নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ হবে। মাশরাফির বিশ্বাস এখানেও মিরাজ নিজের প্রতিভা দেখাতে পারবেন। মাশরাফির ভাষ্য,‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি প্রথম যখন খেলবেন তখন অনেক কিছু সহজ হয়ে যায়।
কারণ অনেকেই বিশ্লেষণ করবে না আপনাকে। যখন আপনি ভবিষ্যতে পারফর্ম করতে থাকবেন তখন আপনাকে নিয়ে আরো বেশি বিশ্লেষণ হবে। তখন আপনার কাজটা আরো কঠিন হবে। একটা কথাই আছে এক-দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে কাউন্ট করতে হয়। কারণ পারফরম্যান্স লেভেলটা শুরুতে যেমন থাকে অন্যান্য দল এতো বেশি বিশ্লষণ করে তখন আপনার পারফম্যান্স নিচে নামতে শুরু করে। তবে আমার বিশ্বাস মিরাজ ধারাবাহিকতা ধরে রাখতে পারবে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে মাশরাফি গর্বিত। জয়ের ধারাবাহিতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করে মাশরাফি বলেন,‘বাংলাদেশের জন্য এটা অন্যতম সেরা জয়। খেলোয়াড় হিসেবে অবশ্যই আমি গর্বিত। একটা টেস্ট ম্যাচ তাও আবার টপ ক্লাস দলের বিপক্ষে । আমি নিশ্চিত যে যারা খেলেছে অবশ্যই গর্বিত। আপনি যখন ম্যাচ জিততে থাকবেন দায়িত্ব অনেক বাড়তে থাকবে। আমার বিশ্বাস এই টেস্ট ম্যাচ জয়ের কারণে সামনে আমরা অনেক টেস্ট ম্যাচে ভালো খেলব। কারণ জয়টা আসলে ভবিষ্যতে খেলতে সুবিধা হয। আত্মবিশ্বাসের লেভেলটা অনেক ভালো থাকে।’