নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত ও এক ডাকাত গুরুতর আহত হয়েছেন।
বুধবার সকালে মির্জাপুর উপজেলার আগধল্লা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোরের গুরুদাসপুর উপজেলার কোলা গ্রামের নারায়ণ চন্দ্র দাসের ছেলে কমল দাস (৫৩) এবং পাকুল্যা গ্রামের শরিফুল ইসলাম (৫৬)।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন বলেন, বুধবার ভোরে উপজেলার জামুর্কি ইউনিয়নের আগধল্লা গ্রামের দেওয়ান দুলাল, কাটরা গ্রামের রিয়াজ মিয়া, আবু তালেব ও উফুলকী গ্রামের আজাহার আলী এবং রবির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয়।
তিনি আরো বলেন, আগধল্লা গ্রামের দুলাল দেওয়ানের বাড়িতে ডাকাতির সময় স্থানীয়রা টের পেয়ে বাড়ির চারপাশ ঘিরে ফেলেন। এ সময় ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়তে থাকে। পরে স্থানীয়রা তিন ডাকাতকে ধরে ফেলে এবং বাকিরা পালিয়ে যায়। পরে তিন ডাকাতকে এলাকাবাসী পিটুনি দিয়ে পুলিশে খবর দেন। পুলিশ তিন ডাকাতকে উদ্ধার করে উপজেলার কুমুদিনী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন বেলা সাড়ে ১১টার দিকে দুই ডাকাত মারা যান।


